ঢাকাTuesday, 13 May 2025, 30 Boishakh 1432

জাতীয় গ্রিডে আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ জুন ২০১৭ , ০৭:৪৬ পিএম


loading/img

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল(নর্থ) ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে যোগ হয়েছে আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিজ্ঞাপন

রোববার ভোর থেকে এ ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সচল ইউনিটগুলো থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) ইউনিটটি  উৎপাদনে আসায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় দেড় হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, এছাড়া ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি ইউনিট বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব সাড়ে ১০ একর ভূমির ওপর গেলো ২০১৪ সালে এপ্রিল মাসে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল (নর্থ) ইউনিটের নির্মাণ কাজ শুরু করা হয়। এডিবি ও আইডিবির ঋণ সহায়তায় বৃহৎ এই ইউনিটটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা।

সরকার ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল থেকে ২৫০ কোটি টাকা এবং এডিবি ও আইডিবির ২ হাজার ৩৫০ কোটি টাকার ঋণ সহায়তায় এ ইউনিটের নির্মাণ কাজ করেছে যৌথভাবে স্পেনের টিএসকে ও টিআর নামে ২টি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

প্রায় আড়াই বছরে নির্মাণ কাজ শেষ করে চলতি বছরের জানুয়ারি মাস থেকে কমিশনিং কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে প্রায় ৫ মাস পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ইউনিট পুরো ক্ষমতায় উৎপাদনে আসে।

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |